এক নজরে মদন ইউনিয়ন:-
কালের স্মৃতি বহনকারী মগড়া নদীর তীরে গড়ে উঠা মদন উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মদন ইউনিয়ন।কাল পরিক্রমায় আজ মদন
ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধূলা সহ বিভিন্ন কৃতিত্বে তার নিজস্ব সকীয়তা আজও সমুজ্জল । মদন ইউনিয়ন পরিষদ পুরাতন অফিস
গৃহটি বর্তমান পৌরসভার সীমানার ভিতরে থাকায় সরকারী সার্কুলার মোতাবেক অফিসগৃহ পৌরসভার বাহিরে স্থানান্তরের প্রয়োজনীয়তা দেখা দেয়।২০০৪ইং সালে মদন ইউনিয়ন পরিষদের এক সভায় মদন ইউনিয়নের (তথা মদন উপজেলার) ঐতিহ্যবাহী বৃহত্তম গ্রাম কুলিয়াটিতে অফিস গৃহ
স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে উক্ত সিদ্ধান্ত মদন উপজেলা সমন্বয় কমিটির মাসিক সভায় অনুমোদন লাভ করে। তারই ফলশ্রুতিতে বর্তমানে কুলিয়াটি গ্রামে মদন ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন প্রতিষ্টা লাভ করে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস