Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে ০৩নং মদন ইউনিয়ন পরিষদ

কালের স্বাক্ষী বহনকারী মগড়া নদীর তীরে গড়ে  উঠা মদন উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো মদন ইউনিয়ন ।কাল পরিক্রমায় আজ মদন ইউনিয়ন শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলা সহ বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।বর্তমানে মদন ইউনিয়ন পরিষদের নতুন কমপ্লেক্স ভবন মদন ইউপির ঐতিয্যবাহী গ্রাম কুলিয়াটি গ্রামের জনবহুল স্থানে মনোরম পরিবেশের মধ্যে প্রতিষ্টিত হইয়াছে।পুরাতন ভবনের স্থানটি মদন পৌরসভার অর্ন্তভূক্ত বিধায় পরিষদের কমপ্লেক্স ভবন স্থানান্তরের আবশ্যকতা দেখা দেওয়ায় নতুন ভবনটি সর্বজন গ্রহনযোগ্য স্থান কুলিয়াটিতে প্রতিষ্টিত হয়।ভবন স্থাপনে কুলিয়াটির আহাদ মিয়া চেয়ারম্যান,নূরুল ইসলাম সবুজ,শাহজাহান কিবরিয়া,সাইকুল ইসলাম,বিদ্যামিয়া সহ কুলিয়াটির সর্বস্থরের জনগণের অবদান রহিয়াছে।ভবনের জমি দাতা নূরুল ইসলাম , আমিরুল ইসলাম সাহেব দ্বয়ের জমি দানের কথা চিরস্বরণীয়।

ক) নাম – ৩নং মদন  ইউনিয়ন পরিষদ।

খ) আয়তন – ১৯.৭২০ (বর্গ কিঃ মিঃ)

গ) লোকসংখ্যা – ১৪৩১০ জন (প্রায়) (২০১১ সালের আদম শুমারি অনুযায়ী)

ঘ) গ্রামের সংখ্যা – ১৩ টি।

ঙ) মৌজার সংখ্যা – ১০ টি।

চ) হাট/বাজার সংখ্যা -৩ টি।

ছ) উপজেলা সদর থেকে যোগাযোগ মাধ্যম – সিএনজি/রিক্সা।

জ) শিক্ষার হার – ২৭.৫৮%। (২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী)

    সরকারী প্রাথমিক বিদ্যালয়- ০৫টি,

    বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০৬টি,     

    উচ্চ বিদ্যালয়ঃ ১টি,

    মাদ্রাসা- ২টি।

ঝ) দায়িত্বরত চেয়ারম্যান –জনাব মোঃ রহিছ মিয়া

ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি।

ট) ঐতিহাসিক/পর্যটন স্থান – ০১।

ঠ) ইউপি ভবন স্থাপন কাল – ১৬/১০/১৯৭০ইং।

ড) নব গঠিত পরিষদের বিবরণ –

                                    ১) শপথ গ্রহণের তারিখ – ০১/০৬/২০১১ইং

                                    ২) প্রথম সভার তারিখ – ১২/০৭/২০১১ ইং

                                   ৩) মেয়াদ উর্ত্তীনের তারিথ – ২৭/০৭/২০১৬ইং

ঢ) গ্রাম সমূহের নাম –

             কুলিয়াটি,                 বৃবড়িকান্দি             বাগদাইর

             উচিৎপুর                মদন দক্ষিন পাড়া             বাজিতপুর

              কাপাসাটিয়া             গঙ্গানগর                 কুমারীকোনা

              ফেকনী                   কাইকুড়িয়া               পরশখিলা

         

ণ) ইউনিয়ন পরিষদ জনবল –

               ১) নির্বাচিত পরিষদ সদস্য – ১৩ জন।

               ২) ইউনিয়ন পরিষদ সচিব – ১ জন।

              ৩) ইউনিয়ন গ্রাম পুলিশ – ৯ জন।